Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মানচিত্রে ইউনিয়ন

১)ইউনিয়নের নামঃ ৮নং হাঁসাইগাড়ী ইউনিয়ন পরিষদ

২) আয়তন- ২৩.৯৬বর্গ কিলোমিটার

৩) সীমানা- উত্তরে নওগাঁ উপজেলার বলিহার ইউনিয়ন, দক্ষিণে মান্দা উপজেলার কশব ইউনিয়ন, পূর্বে নওগাঁ উপজেলার শিকারপুর ও দুবলহাটী ইউনিয়ন, পশ্চিমে মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়ন।

৪) গ্রামের সংখ্যা- ১৮টি, মৌজা সংখ্যা-২২টি

৫) মোট সংখ্যা- ২৬১৫০জন ( জন্ম নিবন্ধন অনুযায়ী)

৬) গ্রাম ভিত্তিক লোকসংখ্যা নিম্নরুপঃ-

হাঁসাইগাড়ী ৩০৭৫, চুয়ারপাড়া ১২৫০, হাতাশ-১৪২৫, কৃষ্ণপুর-৭৩০, ভীমপুর-৪৫০০, পাঠাকাটা-১৯৮০, কুনইল-৯২০, কাকনশী-৫৫২, চকমহাদেব-১২০১, চকআবরোশ-১৩৪০, কাঠখৈইর-২০২০, ভুতলিয়া-৩০৫০, কুজাগাড়ী-১০৭৫ মাখনা-৭২৫,  গোপাই-১০৮০,ভবানীনগর-৮৩৭, ভুতগাড়ী-৩৯০। 

৭) হাট-বাজারের সংখ্যা-০৩টি

৮)পাকা রাস্তা-১৮ কিলোমিটার

৯)পাকা ড্রেনের সংখ্যা-১০টি,

১০) খাস পুকুরের সংখ্যা-০৪টি

১১) মন্দিরের সংখ্যা-০৮টি

১২) মাজারের সংখ্যা-০১টি

১৩) কমিউনিটি ক্লিনিক-০৪টি

১৪)স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র-১টি।

১৫)তপসিলভুক্ত ব্যাংক-নাই

১৬) বিদ্যুতায়িত গ্রামের সংখ্য-১৬টি

১৭)মাধ্যমিক বিদ্যালয়-০৪টি, বেসরকারী কলেজ-১টি, সরকারী প্রাথমিক বিদ্যালয়-৮টি, বেসরকারী প্রাথমিক বিদ্যালয়-০৬টি, কিন্ডার গার্টেন স্কুল-০১টি,মাদ্রাসা-১৬টি, এতিমখানা- ২টি।  

১৮) শিক্ষার হার-৬৮%

১৯) স্যানিটেশনের হার-৮৪%

২০) যোগাযোগ ব্যবস্থা- পাকা রাস্তা, আধাপাকা রাস্তা ও কাঁচা রাস্তা, নওগাঁ জেলা সদর হতে পাকা রাস্তার যোগাযোগ।

২১) অটোমেটিক চাউল কল -নাই

২২) ইটভাটা-০১টি।

২৩) রাইস মিল বয়লার- ০২টি।

২৪) ছমিল- ০২টি।